Masks
By Shel Silverstein
She had blue skin,
And so did he.
He kept it hid
And so did she.
They searched for blue
Their whole life through,
Then passed right by-
And never knew.
By Shel Silverstein
She had blue skin,
And so did he.
He kept it hid
And so did she.
They searched for blue
Their whole life through,
Then passed right by-
And never knew.
By William Shakespeare
My mistress’ eyes are nothing like the sun;
Coral is far more red than her lips’ red;
If snow be white, why then her breasts are dun;
If hairs be wires, black wires grow on her head.
I have seen roses damask’d, red and white,
But no such roses see I in her cheeks; Continue reading A Week of Poetry: Day 3
By Robert Frost
Two roads diverged in a yellow wood,
And sorry I could not travel both
And be one traveler, long I stood
And looked down one as far as I could
To where it bent in the undergrowth;
Continue reading A Week of Poetry: Day 2
I love poetry. Did I ever tell you that? Not really.
I also enjoy world-building, philosophy, travelling to new places, but I never write about any of my experiences. I don’t write about myself much.
Twenty years later, Continue reading A Week of Poetry: Day 1
সেই দিনগুলো ছিল উচ্ছল,
ছিল পলাশীর মত উত্তাল,
ছিল আকাশের তেজী রোদ্দুর,
নগরীর বেপরোয়া কোলাহল।
সেখানে ঘড়ি মেনে আসে রাত্রি
যেমন জাহাজের কোন যাত্রী
মৃত ডাহুকের মত নিশ্চুপ
জোছনার ফুল ঝরে টুপ টুপ
বুকের পাঁজরে আহত আবেগ
প্রেমিকার চোখে ভাসে অভিযোগ।
যদি দিগন্ত বেয়ে চুপিসারে
কোন ভালবাসা এসে কড়া নাড়ে
তবে সঁপে দিও তাকে যৌবন,
দিও অপরাধমাখা চুম্বন
যেভাবে সকালের ফোটা পলাশে
বসন্তের রঙ মেশে সহাসে।
(অসমাপ্ত)
আমার প্রিয় স্বপ্নেরা!
রোজ বেড়ে ওঠো দেবদারুর শাখার মত।
তোমাদের প্রতীক্ষায় ক্লান্ত কবিতারা
ফিনিক্স পাখির মত বার বার জন্ম নিক
দুইশ ছয়টি হাড়ের এই কাঠামোতে।
একদিন ইকারাসের মত ডানা মেলে উড়ে যাব।
সত্যিই!
নবনীতা,
আজও তোমার লাল ঠোঁটের আফিম
আমায় পাগল করে দেয়।
আজও তোমার অব্যক্ত অভিমানগুলো
ভোরের কুয়াশায় ভেসে
আমার জানালায় অভিযোগ জানাতে আসে!
বড্ড হাসি পায়, জানো?
ওদের হিমাদ্রি কঠিন নীল চাহনীর
মিথ্যে রাগ মুছে ছেলেমানুষী প্রবোধ দিতে।
তবুও আদুরে হাতে
তাদের সুগন্ধী খোঁপায় আমি
একরাশ রক্তজবা ঠিক গুঁজে দেই।
যদি এমনি করে গড়িয়ে যায়
আমার তরল দুপুরগুলো, যাক না!
আহ্নিক গতির রাশ টেনে ধরব না।
কারণ সেই উন্নাসিক অহমিকার
হয়েছে স্বঘোষিত পরাজয়।
পরাজিত স্বপ্নের দল
এই জানালায় রোজ উঁকি দেয়,
বিকেলের স্নেহময় রোদ
এই আঙিনায় বীজ বুনে দেয়;
সময়ের বেনোজলে বার বার ভাসি
ফের মৃত প্রস্তরে পারিজাত চাষি।
পাই বা না পাই, তবু কিছুটাতো চাই
কিছু অভিসার, কিছু অভিলাষ
কিছু বসন্ত, কিছুটা আকাশ
এক মুঠি প্রাণ, সেঁদো মেটে ঘ্রাণ-
এইটুকু চাই, বাকিটা হারাক;
বুকের পাঁচিলে বার কোটি ঘাত
তাই প্রত্যহ সই নির্বাক।